নেত্রকোনায় কলমাকান্দা উপজেলা ৩ নং পোগলা ইউনিয়নে দীতপুর,রোজ মঙ্গলবার সকাল ৮ ঘটিকার সময় শুনই অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মৃত্য মোঃ রফিক ফকির ও উনার প্রতিবেশী মৃত্যু মোঃ রুপায়ন মিয়া। পিতাঃ মোঃ ফজলু মিয়া গ্রাম শুনই উত্হ আর ও একজন গুরুতর আহত হন।স্থানীয় সূত্রে যানা যায় যে বোরোধান এর আবাদি জমিতে পানি সেচ এর কারেন্ট এর পাম্পের লাইন সংযোগ করতে গিয়ে দূর্ঘটনার শিকার হন। আল্লাহ পাক উনাদের পরিবারের সাথে শোক সহমর্মিতা জানাচ্ছি ৷ । ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।