টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দায় নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে পাহাড়ি ঢলে উপজেলার খারনৈ ইউনিয়নের খাকগড়া চৌরাস্তা এলাকায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে বিপাকে পড়েছে অন্তত ১৫ গ্রামের ২০ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, গত দুদিনের ভারি বৃষ্টিতে পাহাড়ি ঢল নামতে শুরু করেছে। সেই সঙ্গে বাড়ছে নদ-নদীর পানি। এছাড়া কলমাকান্দা-দূর্গাপুর সড়কের রহিমপুর হতে খারনৈ ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তাটি খাকগড়া চৌরাস্তা এলাকায় ভেঙে যায়। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
এদিকে কলমাকান্দা উব্দাখালী নদীর পানি বিপৎসীমা ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরইমধ্যে, পানি বেড়ে উপজেলার আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, কলমাকান্দায় ভারী বৃষ্টিপাত হওয়ায় আবারও পানি বাড়তে শুরু করেছে। সোমবার বিকেল ৫টা পর্যন্ত কলমাকান্দার উব্দাখালী নদীর পানি ডাকবাংলো পয়েন্টে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে এবার বন্যার শঙ্কা করা হচ্ছে।