*সংবাদ বিজ্ঞপ্তি*নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ মোঃ আদনান হাসান (টিটু)
২। অদ্য ৮/১১/২৪ তারিখ ০৯০০ হতে ১২০০ ঘটিকা পর্যন্ত কলমাকান্দা-ঠাকুরাকোনা- ঢাকা মহাসড়কের বাহাদুরকান্দায় কলমাকান্দা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব ও কলমাকান্দা থানার এসআই এনামুল এর নেতৃত্বে যৌথ একটি চেকপোস্ট স্থাপন করে ত’ল্লা’শি কার্যক্রম পরিচালনা করা হয়। ঢাকাগামী এম এস ট্রাভেলস বাসে তল্লাশি করে ১১ঃ৩০ ঘটিকায় ৪৩ বোতল ফে’ন’সি’ডি’ল এবং ১০ গ্রাম গাঁ’জা উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট দুইজন ব্যক্তিকে গ্রে’ফ’তা’র করা হয়। আ’ট’ক’কৃ’ত আসামিদের বিবরণ:
ক. আলমগীর হোসেন(২২), পিতা মোঃ শাহাদাত আলী, গ্রাম:কালাঘর, থানা: মধ্যনগর জেলা:সুনামগঞ্জ।
খ. মোহাম্মদ আলী (২৩), পিতা: মৃত আব্দুল আলী গ্রাম কালাঘর দক্ষিণপাড়া, থানা: মধ্যনগর, জেলা: সুনামগঞ্জ।
জ’ব্দ’কৃ’ত মা’দ’ক এবং আ’ট’কৃ’ত আসামিদের কলমাকান্দা থানায় হ’স্তা’ন্ত’র করা হয়েছে।