নেত্রকোণা: নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নে রোববার (১১ আগষ্ট) রাত আনুমানিক সোয়া এগারোটায় একটি বাড়ির গোয়ালঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
ইউনিয়নের সুয়ারীকান্দা গ্রামের বাসিন্দা ঠাকুরাকোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীপক কুমার সাহার বাড়িতে এ ঘটনা ঘটেছে। এঘটনায় ৬টি গরু ও ৭টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। এমনকি গোয়ালঘরে থাকা বিভিন্ন কৃষি যন্ত্রপাতিসহ পুরো ঘরটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।
দীপক কুমার সাহা জানান যে, রাত আনুমানিক সোয়া এগারো টা নাগাদ দুর্বৃত্তরা আকষ্মিকভাবে তার গোয়ালঘরে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উপস্থিত হয়। তারা গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনার প্রেক্ষিতে নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম সোমবার (১২ আগষ্ট) বিকেল তিনটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, এ ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।