চাঞ্চল্যকর ইকবাল বেপারী হত্যা মামলার এজাহারনামীয় আসামী রাকিব বেপারী (২৫) কে যৌথ অভিযানে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব -৮, সিপিসি-৩, মাদারীপুর এবং র্যাব-৬, খুলনা, সিপিএসপি কোম্পানী।
এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, অত্র মামলার ১৪নং গ্রেফতারকৃত আসামী রাকিব বেপারী (২৫), পিতা-মৃত মস্তফা বেপারী, গ্রাম- চরখাগদি, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরসহ তার সহযোগী অন্যান্য আসামীদের মামলার ভিকটিম ইকবাল বেপারীর সাথে দীর্ঘদিন যাবৎ স্থানীয় আধিপত্যর বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত ২১/০৯/২৪ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকার সময় ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা হাতে দেশি অস্ত্রশস্ত্র ও বোমা নিয়ে চরমুগুরিয়া বাজারস্থ সেলিম সুপার মাকের্টে অবস্থিত ভিকটিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। ধৃত আসামীর নেতৃত্বে তার সহযোগী আসামীরা ভিকটিমের দোকানপাঠ ভাংচুর ও লুটপাঠ চালাই। ধৃত আসামী ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আসামীরা হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত সংক্রান্তে মামলা রুজু হলে মামলাটি গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র্যাব-৬, খুলনা এর সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ইং-১২ নভেম্বর ২০২৪ তারিখ ১৯:৩০ ঘটিকায় খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় ১৪ নং আসামী রাকিব বেপারীকে গ্রেফতার করে। ধৃত আসামীকে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার মামলা নং-৫১, তারিখঃ ২৩/০৯/২৪, ধারা-১৪৩/১৪৭/৪৪৮/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৩৮০/৪২৭/৪৩৬/১১৪/৩৪ পেনাল কোড মুলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।