নেত্রকোনায় একদিনে ৮ থানার ওসির বদলী, নতুন দ্বায়িত্ব পেলেন যারা
নেত্রকোনায় একদিনে আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবাগত পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ সই করা এক চিঠিতে বদলির আদেশ দেওয়া হয়।
বদলি ওসিদের নেত্রকোনা জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বদলীকৃতরা হলেন- দুর্গাপুর থানার মোহাম্মদ রাশেদুল ইসলাম, বারহাট্টা থানার মো. রফিকুল ইসলাম, কেন্দুয়া থানার মো. মিজানুর রহমান আকন্দ, আটপাড়া থানার মো. তাওহীদুর রহমান, খালিয়াজুরি থানার খোকন কুমার সাহা, মোহনগঞ্জ থানার মো. দেলোয়ার হোসেন, মদন থানার এটিএম মাহমুদুল হক ও পূর্বধলা থানার মো. তাজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর এই প্রথম একযোগে আটটি থানার ওসি পদে বদলি করা হয়েছে। এর কয়েকদিন আগে নেত্রকোনা মডেল থানা ও কলমাকান্দা থানার ওসিদের বদলি করা হয়।
আট থানার মধ্যে পাঁচ থানায় নতুন করে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে নেত্রকোনায় কর্মরত পুলিশ পরিদর্শক (আইসিডি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্গাপুর, পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মিজানুর রহমানকে কেন্দুয়ায়, নিরস্ত্র পরিদর্শক মো. কামরুল হাসানকে বারহাট্টায়, মোহাম্মদ আশরাফুজ্জামানকে আটপাড়ায় ও মো. মকবুল হোসেনকে খালিয়াজুরি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পূর্বধলা, মদন ও মোহনগঞ্জে এখনো কাউকে পদায়ন করা হয়নি