মা-দ-ক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের কা–রা-দ-ণ্ড
নেত্রকোনার কলমাকান্দায় এক মাদক কারবারিকে ১বছরের বিনাশ্রম কা-রা*দ-ণ্ড ও দশ হাজার টাকা
জ/রি/মা/না করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ-ণ্ড-প্রাপ্তকে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নেত্রকোনা জে-ল-হা-জ-তে পাঠানো হয়েছে।
দ-ণ্ড-প্রা-প্ত মা-দ-ক কা-র-বা-রি দীলিপ সরকার (৪২) কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দিগেন্দ্র সরকারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলমাকান্দা থানা পুলিশ গো-প-ন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজ বাড়ী থেকে মা-দ-ক সেবনরত অবস্থায় মা-দ-ক-দ্র-ব্যসহ দিলীপ সরকার কে আ’ট’ক করে।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এর আদালতে হাজির করলে আদালত দীলিপ চন্দ্র সরকার কে মা-দ-ক-দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (৫) ধারায় তাকে এক বছর বিনাশ্রম কা-রা-দ-ণ্ড ও নগদ ১০ হাজার টাকা অ-র্থ-দ-ণ্ড প্রদান করেন।
এবিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, দ-ণ্ড-প্রা-প্ত দীলিপ চন্দ্র সরকার কে বৃহস্পতিবার দুপুরে জেলা কা-রা-গা-রে পাঠানো হয়েছে।