নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধ পথে আনা ৩৫২টি ভারতীয় কম্বলসহ পুলিশের এক কনস্টেবল
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
১৯
বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধ পথে আনা ৩৫২টি ভারতীয় কম্বলসহ পুলিশের এক কনস্টেবল এবং এক যুবককে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। আজ রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া পুলিশ সদস্য হলেন মো. আল আমিন মিয়া (৩০)। তিনি কলমাকান্দা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধিকপুর গ্রামে। অপর যুবক হলেন আবদুল আলিম। তিনি কলমাকান্দা উপজেলার ধইরাকনা এলাকার বাসিন্দা।